ঢাকা, ২৪ আগস্ট ২০১৬:- আইসিডিডিআরবি’র এবং আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি (এএফআইপি) এর যৌথ উদ্যোগে জৈব নিরাপত্তা, জৈব সন্ত্রাসবাদ ও জৈব প্রতিরক্ষার উপর ২ দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার ও ওয়ার্কশপ আজ বুধবার (২৪-৮-২০১৬) সমাপ্ত হয়েছে।
সেমিনার ও ওয়ার্কশপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এএফআইপির কমান্ড্যান্ট মেজর জেনারেল (ডঃ) দেবাশীষ সাহা।এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবোয়োলজি ও ইমুনোলজি বিভাগের অধ্যাপক ‘Microbes and Risk Group of Infectious Agents’ ,আইসিডিডিআরবির জৈবনিরাপত্তা প্রধান ড. আসাদুলগনি ‘Biosafety, Biosecurity, Bioterrorism and Biodefense’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ার এন্ড বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডঃ শরীফ আখতারুজ্জামান, ‘ জৈব প্রযুক্তি ’এএফআইপি’র মাইক্রোবায়োলজি বিশেষজ্ঞ লে. কর্নেল (ডঃ) জামাল পাশা চৌধুরী ‘Practices of Biosafety and Biosecurity in Biomedical Research and Diagnostics’ এবং আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক লে. কর্নেল (ডা.) আব্দুল্লাহ আল-বাকী ‘Medical Waste Management in Bangladesh’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ।
জৈব প্রযুক্তির সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয় যেমন মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা এন্ট্রিবাইটিক ব্যবহারে সতর্কতা, জৈব অস্ত্রের ভয়াবহতা, বিভিন্ন ভাইরাস-ব্যাকটিরিয়ার জৈব বিবর্তন সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাই এ ওয়ার্কশপের উদ্দেশ্য। সেমিনার ও ওয়ার্কশপে সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাসহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিভিন্ন মেডিকেল কলেজ ও বিষয়টির সাথে সম্পৃক্ত গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।