ঢাকা,২৬ আগষ্ট ২০২১: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তর সংক্রান্ত উপদেষ্টা কমিটির এক বিশেষ সভা আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট ২০২১) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি এর সভাপতিত্বে বিএনসিসি’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর আইন–২০১৬ এর বিধি চূড়ান্তকরণ এবং অন্যান্য প্রশিক্ষণ ও প্রশাসনিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বিএনসিসি এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিব পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং সেনা, নৌ ও বিমান বাহিনী হতে প্রেরিত উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বিএনসিসি হেডকোয়ারটার্স-এ এসে পৌঁছালে রমনা রেজিমেন্ট এর ক্যাডেটদের সমন্বয়ে গঠিত একটি চৌকষ ক্যাডেট দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।