যশোর, ২৯ নভেম্বরঃ- ‘মুজিব বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে আন্তঃবাহিনী কাবাডি প্রতিযোগিতা-২০২১ বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত¡াবধানে সোমবার (২৯-১১-২০২১) বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান রহমান, যশোর এ শুরু হয়েছে।
খুলনা নেভাল এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ আনোয়ার হোসেন, (এনডি), এনজিপি, পিসিজিএম, এনডিসি, এএফডবিøউসি, পিএসসি, বিএন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় বাংলাদেশ নৌবাহিনী দল ৩০-৩০ পয়েন্টে বাংলাদেশ বিমান বাহিনী দলের সাথে ড্র করেছে। অনুষ্ঠানে তিন বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী অংশগ্রহণ করছে।
উল্লেখ্য যে, আগামী ০২ ডিসেম্বর ২০২১ তারিখে আন্তঃবাহিনী কাবাডি প্রতিযোগিতা-২০২১ এর চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।