৩৪৪
ঢাকা, ০৯ ডিসেম্বর ২০২১ঃ বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার জনাব বেনোই প্রেফনটেইন (Benoit Prefontaine) আজ বৃহস্পতিবার (০৯-১২-২০২১) সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় হাই কমিশনারের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার কাউন্সিলর (কমার্শিয়াল এ্যাফেয়ার্স) মিসেস এ্যাঞ্জেলা ডার্ক (Mrs Angela Dark) এবং ট্রেড কমিশনার কামাল উদ্দিন।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাবাহিনী প্রধান তাঁর সাথে সাক্ষাৎ করার জন্য কানাডার হাই কমিশনারকে ধন্যবাদ জানান।