ঢাকা, ১৩ জানুয়ারি ২০২২ (বৃহস্পতিবার):- শীতকালীন প্রশিক্ষণের উদ্দেশ্যে সারাদেশে স্ব-স্ব দায়িত্বপূর্ণ এলাকায় মোতায়েন হয়েছে সেনাসদরসহ বাংলাদেশ সেনাবাহিনীর সকল ফরমেশন। বাংলাদেশ সেনাবাহিনী গত ১৯ ডিসেম্বর ২০২১ তারিখ হতে ০৪ সপ্তাহের জন্য শীতকালীন প্রশিক্ষণে অংশগ্রহণ করে। বিগত ৫০ বছরের মধ্যে এবার সর্বোচ্চ সংখ্যক সেনাসদস্যের অংশগ্রহণে এই শীতাকলীন প্রশিক্ষণ পরিচালিত হয়েছে। এবার যুদ্ধক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ন বিষয় লজিস্টিক্স এর উপর ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ (এফটিএক্স) পরিচালনা করা হচ্ছে। ফোর্সেস গোল-২০৩০ এর আলোকে বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন সংযোজিত অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জামাদির কৌশলগত ব্যবহারও এবারের শীতকালীন প্রশিক্ষণে পরীক্ষা করা হচ্ছে। এসব কারণে এবারের শীতকালীন প্রশিক্ষণ অনেক বেশী অভিনব ও বাস্তবধর্মী। দেশের সেবায় নিজেদের প্রস্তুত করে তুলতে সরেজমিনে বাস্তবধর্মী বিভিন্ন সামরিক বিষয়াদি অনুশীলনের মাধ্যমে পেশাগত দক্ষতার উন্নয়ন সাধন করাই মাসব্যাপী পরিচালিত এই অনুশীলনের মুল লক্ষ।
আজ (১৩ জানুয়ারি ২০২২) সেনাসদর ফিল্ড কমান্ড পোস্টে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া এমপি সহ অন্যান্য সদস্যবৃন্দ পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেঃ জেনারেল মোঃ সাইফুল আলম, এসবিপি, ওএসপি, এসইউপি, এডব্লিউসি, পিএসসি, পিএইচডি সহ উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তারা সেনাসদর ফিল্ড কমান্ড পোস্টের বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম অবলোকন করেন। পরিদর্শন শেষে তারা চলমান শীতকালীন প্রশিক্ষণে বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রমের প্রশংসা করেন।
উল্লেখ্য, শীতকালীন প্রশিক্ষণ শেষে ১৪ জানুয়ারি ২০২২ তারিখ সেনানিবাসে প্রত্যাবর্তন করবে সেনাবাহিনীর সদস্যরা।