ঢাকা, ০৭ মার্চ ২০২২: ঐতিহাসিক ০৭ মার্চ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আজ ০৭ই মার্চ, ২০২২ তারিখ ধানমন্ডি ৩২ নং সড়কের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো: হাসিবুল আলম এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য দপ্তরসংস্থাসমূহের প্রতিনিধিদলও উপস্থিত ছিলেন। সকলের উদ্দেশ্যে প্রতিরক্ষা সচিব বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ০৭ই মার্চের ভাষণের মাধ্যমে দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ঘোষনা দিয়েছেন। তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুখী ও সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। ০৭ই মার্চ ভাষণ দেশ গঠনের লক্ষ্যে আগামীতেও অনুপ্রেরণা জাগাবে বলে তিনি প্রত্যাশা করেন।
এর আগে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর সার্বিক তত্ত¡াবধায়নে ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য সংগ্রামী জীবন ও আদর্শকে তরুন প্রজন্মের কাছে ডিজিটাল প্লাটফর্মে তুলে ধরার লক্ষ্যে মোবাইল গেমিং ও শিক্ষণীয় অ্যাপ ‘‘আমার বঙ্গবন্ধু” সর্ম্পকে সকলকে জানানো হয় ।