৫৫৩
ঢাকা, ১৯ মে ২০২২ঃ সিনিয়র সচিব পদে নিয়োগ পেলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো: হাসিবুল আলম। জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৮ মে ২০২২ তারিখের পত্র নম্বর ০৫.০০.০০০০.০১৩০.১২.০০১.২১.২৫৫ প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি সিনিয়র সচিব পদমর্যাদায় নিয়োগ প্রাপ্ত হন। গোলাম মো: হাসিবুল আলমের সিনিয়র সচিব হিসেবে নিয়োগের আদেশ আগামী ২২ মে ২০২২ তারিখ হতে কার্যকর হবে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদানের পূর্বে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) এর দায়িত্ব পালন করেন।