Home » আন্তঃক্যাডেট কলেজ সাহিত্য ও সঙ্গীত প্রতিযোগিতা-২০১৬ সমাপ্ত

আন্তঃক্যাডেট কলেজ সাহিত্য ও সঙ্গীত প্রতিযোগিতা-২০১৬ সমাপ্ত

Author: আইএসপিআর

AFD

ঢাকা, ০৭ সেপ্টেম্বর ২০১৬ ঃ ২৭ তম আন্তঃক্যাডেট কলেজ সাহিত্য ও সঙ্গীত প্রতিযোগিতা-২০১৬ এর সমাপনী অনুষ্ঠান আজ বুধবার (০৭-৯-২০১৬) বরিশাল ক্যাডেট কলেজে অনুষ্ঠিত হয়েছে ।

বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চীফ মেজর জেনারেল মো: ছিদ্দিকুর রহমান সরকার সমাপনী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন । এই প্রতিযোগিতার সাহিত্য বিভাগে সার্বিক বিজয়ী হয় পাবনা ক্যাডেট কলেজ ও রানার্স-আপ হয় বরিশাল ক্যাডেট কলেজ। সঙ্গীত বিভাগে সার্বিক বিজয়ী হয় যৌথভাবে ঝিনাইদহ ক্যাডেট কলেজ ও সিলেট ক্যাডেট কলেজ এবং রানার্স-আপ হয় ময়মনসিংহ ক্যাডেট কলেজ। আন্তঃক্যাডেট কলেজ সাহিত্য ও সঙ্গীত প্রতিযোগিতা-২০১৬ এ সার্বিক বিজয়ী কলেজ, পাবনা ক্যাডেট কলেজ ও সার্বিক রানার্স-আপ কলেজ, বরিশাল ক্যাডেট কলেজ। আন্তঃক্যাডেট কলেজ সাহিত্য ও সঙ্গীত প্রতিযোগিতাটি ০১ সেপ্টেম্বর ২০১৬ তারিখে শুরু হয় ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল ক্যাডেট কলেজের অধ্যক্ষ মো: আতিকুর রহমান। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ক্যাডেট কলেজের অধ্যক্ষবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট