ঢাকা, ১১ জানুয়ারি ২০১৭ ঃ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে উদ্ধারকৃত সেনা ও বিমান বাহিনীসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত কম্ব্যাট ইউনিফরম/ইউনিফরম সাদৃশ্য পোশাক ও অন্যান্য সামগ্রী আজ বুধবার (১১-১-২০১৭) মিরপুর সেনানিবাসের ফায়ারিং রেঞ্জের পাশর্^বর্তী এলাকায় সেনাবাহিনীসহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে পোড়ানোর মাধ্যমে ধ্বংস করা হয়।
বিশেষ সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মিলিটারী পুলিশ, ভাষানটেক থানা পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য এবং ক্যান্টনমেন্টন বোর্ডের প্রতিনিধির সমন্বয়ে ৯ জানুয়ারি ২০১৭ তারিখে ঢাকা সেনানিবাসস্থ রজনীগন্ধা সুপার মাকের্টে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে সর্বমোট ৮টি প্রতিষ্ঠান/দোকান হতে কম্ব্যাট /কম্ব্যাট সদৃশ্য শার্ট ২৫৮টি, ট্রাউজার ২৫০টি, ক্যাপ ২৯৮টি, উইন্টার কোট ৭টি, টি-শার্ট ১৭টি এবং কম্ব্যাট সাদৃশ্য কাপড়সহ বিপুল পরিমান সেনা ও বিমান বাহিনীসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত কম্ব্যাট ইউনিফরম/ইউনিফরম সাদৃশ্য পোশাক ও অন্যান্য সামগ্রী আটক করা হয়। অবৈধভাবে উল্লেখিত দ্রব্যসামগ্রী রাখার জন্য ২টি প্রতিষ্ঠানকে সীলগালা করে বন্ধ এবং ৬টি প্রতিষ্ঠান হতে সর্বমোট ৩৪,০০০,০০(চৌত্রিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।এছাড়াও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
অভিযানে সেনাবাহিনী সাদৃশ্য পোশাক ক্রয়/বিক্রয় হতে বিরত থাকার জন্য এবং এ ধরনের কার্যক্রমের সাথে ভবিষ্যতে সম্পৃক্ত না হওয়ার জন্য সকলকে সচেতন থাকার নির্দেশনা দেওয়া হয়।