ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ২০১৭ঃ- আগামী ২৬-০২-২০১৭ খ্রিঃ (১৪-১১-১৪২৩ বঙ্গাব্দ) রবিবার বলয়গ্রাস সূর্য গ্রহণ ঘটবে। গ্রহণটি শুরু হবে ঐদিন বাংলাদেশ সময় সন্ধা ৬ টা ১০ মিনিট ৫৪ সেকেন্ডে । কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধা ৭ টা ১৬ মিনিট ০৬ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে বাংলাদেশ সময় রাত ৮ টা ৫৩ মিনিট ২৪ সেকেন্ডে। কেন্দীয় গ্রহণ শেষ হবে বাংলাদেশ সময় রাত ১০ টা ৩০ মিনিট ৫৪ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে বাংলাদেশ সময় রাত ১১ টা ৩৬ মিনিটে ০০ সেকেন্ডে।
আগামী ২৬-০২-২০১৭ খ্রিঃ বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না। তবে গ্রহণটির কেন্দ্রীয় গতিপথ হবে ঐদিন চিলির হুয়ান ফার্নান্ডেজ দ্বীপের পশ্চিমে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। গ্রহণ শুরু হবে স্থানীয় সময় ভোর ৫ টা ৫০ মিনিট ১৯ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে স্থানীয় সময় ভোর ৫ টা ৪০ মিনিট ৩৪ সেকেন্ডে চিলির ইস্টার দ্বীপের দক্ষিণ-পশ্চিমে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। সর্বোচ্চ গ্রহণ হবে স্থানীয় সময় দুপুর ১২ টা ৪৮ মিনিট ৩৭ সেকেন্ডে। যুক্তরাজ্যের ত্রিস্তান দ্য কুনহা দ্বীপের পশ্চিমে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে । যার সর্বোচ্চ মাত্রা হবে ০.৯৯২ এবং স্থায়িত্বকাল হবে ১ মিনিট ২২ সেকেন্ড। কেন্দীয় গ্রহণ শেষ হবে স্থানীয় সময় সন্ধা ৬ টা ১৯ মিনিট ২২ সেকেন্ডে গণপ্রজাতন্ত্রী কঙ্গোর মাওয়াদিঙ্গশু শহরের দক্ষিণ-পশ্চিমে এবং গ্রহণটি শেষ হবে গ্যাবনের এনয়ুগা শহরের উত্তরে স্থানীয় সময় সন্ধা ৬ টা ১৩ মিনিট ২১ সেকেন্ডে। (আবহাওয়া অধিদপ্তরের বাংলা ও ইংরেজি বিবরণ ও ছক সংযুক্ত)।