৭১০
ঢাকা, ২০ সেপ্টেম্বর: বাংলাদেশ সেনাবাহিনী মহিলা ফুটবল দল বিকেএসপি এর সাথে একটি প্রীতি ম্যাচ এর মধ্য দিয়ে মঙ্গলবার (১৯-৯-২০২৩) যাত্রা শুরু করেছে। সেনাবাহিনী প্রধানের পরিকল্পনা ও উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এই দলটি গঠিত হয়েছে। সম্পূর্ন নতুন এই দলটি তাদের অসামান্য ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে বিকেএসপিকে ২-০ গোলে পরাজিত করে বিজয়ী হবার গৌরব অর্জন করে।
উল্লেখ্য যে, সেনাবাহিনী প্রধান, বাংলাদেশ সেনাবাহিনী জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি আজকের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।