Home » ক্যাডেট কলেজসমূহের এইচএসসি ২০২৩ পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জন

ক্যাডেট কলেজসমূহের এইচএসসি ২০২৩ পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জন

Author: আইএসপিআর

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৩ঃ দেশে বিদ্যমান ১২টি ক্যাডেট কলেজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান যা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল ও সভাপতি, ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের প্রত্যক্ষ তত্ত¡াবধানে পরিচালিত হয়। ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহ ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। এবারের পরীক্ষায় ১২টি ক্যাডেট কলেজ হতে সর্বমোট ৬১১ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০৮ জন জিপিএ-৫ পেয়েছে। এবছর ক্যাডেট কলেজের পাশের হার শতভাগ এবং জিপিএ-৫ প্রাপ্তের হার ৯৯.৫১%। ক্যাডেট কলেজসমুহের পাশের পরিসংখ্যান নি¤েœ প্রদত্ত হলোঃ

ক্রমিক কলেজের নাম পরীক্ষার্থীর সংখ্যা মোট কৃতকার্য জিপিএ-৫ (এ+) জিপিএ-৪ মন্তব্য
1|ফৌজদারহাট ক্যাডেট কলেজ 515151 
2|ঝিনাইদহ ক্যাডেট কলেজ 464646 
3|মির্জাপুর ক্যাডেট কলেজ47474601 
4|রাজশাহী ক্যাডেট কলেজ515151 
5|সিলেট ক্যাডেট কলেজ56565501 
6|রংপুর ক্যাডেট কলেজ515151 
7|বরিশাল ক্যাডেট কলেজ 535353 
8| পাবনা ক্যাডেট কলেজ555555 
9|ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ484848 
10|কুমিল্লা ক্যাডেট কলেজ484848 
11|ফেনী গার্লস ক্যাডেট কলেজ575757 
12|জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ48484701 
মোটঃ61161160803 

উল্লেখ্য, বিগত ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় ১২টি ক্যাডেট কলেজের জিপিএ-৫ প্রাপ্তির হার ছিল শতভাগ (১০০%)।
ক্যাডেট কলেজের ক্যাডেটদের ধারাবাহিক সাফল্যের পেছনে রয়েছে ক্যাডেট কলেজের আভ্যন্তরীণ সু-শৃঙ্খল পরিবেশ, অভিজ্ঞ অনুষদ সদস্যবৃন্দের সার্বক্ষণিক পরিচর্যা ও তদারকি, ক্যাডেটবৃন্দের অধ্যাবসায়, নিয়মিত পড়াশুনা এবং আন্তরিক প্রচেষ্টা। ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সুষ্ঠু দিক নির্দেশনা, ক্যাডেট কলেজসমূহের অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অনুষদ সদস্যবৃন্দ, কর্মকর্তা এবং কলেজে কর্মরত সকল শ্রেণির ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টা ও সম্মানিত অভিভাবকবৃন্দের সহযোগিতায় এই সাফল্যজনক ফলাফল অর্জন সম্ভব হয়েছে। কলেজ থেকে শিক্ষা লাভের পর ক্যাডেটরা যেন বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে সম্মানজনক অবস্থানে পৌঁছাতে পারে সেই লক্ষ্যে কলেজসমূহে প্রতিনিয়ত নতুন নতুন শিক্ষা ও সহ-শিক্ষা কার্যক্রম সংযুক্ত হচ্ছে।

সম্পর্কিত পোস্ট