ঢাকা, ০৮ ডিসেম্বর ২০২৩ : চার দিন ব্যাপি “৯ম ঢাকা ব্যাংক বিজয় দিবস কাপ গলফ টূর্নামেন্ট – ২০২৩” এর উদ্বোধনী অনুষ্ঠান আজ শুক্রবার (০৮-১২-২০২৩) আর্মি গল্ফ ক্লাব, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর এরিয়া কমান্ডার, সদর দপ্তর, লজিস্টিকস্ এরিয়া, ঢাকা সেনানিবাস ও প্রেসিডেন্ট, আর্মি গল্ফ ক্লাব মেজর জেনারেল মোঃ মঈন খান, এনডিসি, পিএসসি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টূর্নামেন্ট এর উদ্বোধন করেন। উল্লেখ্য আগামী ০৯ ডিসেম্বর ২০২৩ তারিখ এই টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সামরিক কর্মকর্তাগণ, স্পন্সরগণ, আর্মি গলফ ক্লাবের সদস্যবৃন্দ, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, খেলোয়াড়বৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তিন দিনব্যাপি এই টুর্নামেন্টে দেশি/বিদেশি খেলোয়াড়গণ অংশগ্রহণ করবেন।
![](https://ispr.gov.bd/wp-content/uploads/2023/12/REL-04-1-1024x683.jpg)
![](https://ispr.gov.bd/wp-content/uploads/2023/12/REL-01-4-1024x683.jpg)