ঢাকা, ১৭ অক্টোবর ২০১৬: আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (ওপিসিডব্লিউ) এর প্রধান আহমেত উজুমছু (Ahmet Uzumcu) এবং বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের (বিএনএসিডব্লি-উসি) চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমান আজ সোমবার (১৭-১০-২০১৬) ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাতকালে উভয় কর্মকর্তা বিষাক্ত রাসায়নিক দ্রব্যের ব্যবহারে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন নীতিমালা ও তার বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন।
বিএনএসিডব্লি¬উসি কর্তৃক মহাপরিচালক, ওপিসিডব্লিউকে বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষের কার্যক্রম এবং এর অগ্রগতি সম্পর্কে একটি ধারনা প্রদান করা হয়। পরিদর্শন শেষে তিনি বিএনএসিডব্লি¬উসি এর কার্যক্রমের জন্য প্রশংসা ও সন্তোষ প্রকাশ করেন এবং নিরাপদ রাসায়নিক দ্রব্যের ব্যবহারের মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে ওপিসিডব্লিউ এর অঙ্গিকার পুনঃব্যক্ত করেন।