৪১
ঢাকা, ২০ জানুয়ারি ২০২৫: প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, পিএইচডি এর নেতৃত্বে ০৬ (ছয়) সদস্য বিশিষ্ট একটি সামরিক প্রতিনিধি দল গত ১৩ হতে ১৮ জানুয়ারি ২০২৫ পর্যন্ত পাকিস্তান সফর করেন।
এসময় প্রতিনিধি দলটি পাকিস্তানের তিন বাহিনী প্রধানসহ উচ্চ পর্যায়ের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেন। সাক্ষাাকালে প্রতিনিধিগণ দুই দেশের মধ্যকার সামরিক বাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।