Home » শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন সংলগ্ন কাঁচাবাজারে অগ্নি নির্বাপণ ও আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ

শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন সংলগ্ন কাঁচাবাজারে অগ্নি নির্বাপণ ও আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ

Author: আইএসপিআর

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ (শুক্রবার): আজ ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ ০২৪০ ঘটিকায় শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন সংলগ্ন কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়। উক্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুর ও আগারগাঁও ফায়ার সার্ভিস স্টেশন হতে ০৮ টি ইউনিট অতি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অগ্নি নির্বাপণ শুরু করে। মিরপুর সেনাবাহিনী ক্যাম্প হতে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেডের অধীনস্থ একটি ইউনিট ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উৎসুক জনতাকে নিয়ন্ত্রণ ও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদেরকে সহায়তা প্রদান করে।

শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন এমআরটি লাইন-৬ এর একটি অন্যতম স্থাপনা। মেট্রোরেল স্টেশনের সংলগ্ন স্থাপনায় অগ্নিকান্ডের কারণে মেট্রোরেল স্টেশনটিও অগ্নিঝুঁকির মধ্যে ছিল। এ প্রেক্ষিতে মেট্রোরেল স্টেশনে অগ্নিকান্ড সংঘটিত হলে এমআরটি লাইন-৬ ক্ষতিগ্রস্ত হতো বলে প্রতীয়মান। উক্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী, স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস এর সদস্যগণ অক্লান্ত পরিশ্রম ও পেশাদায়িত্বের সাথে দায়িত্বপালন করে অতি দ্রুত অগ্নিনির্বাপণ করেন যা মেট্রোরেল স্টেশনের মতো একটি অধিক গুরুত্বপূর্ণ স্থাপনাকে অগ্নি দূর্ঘটনা হতে রক্ষা করতে সহায়তা করে।

দেশের চলমান অস্থিতিশীল অবস্থায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।

সম্পর্কিত পোস্ট