Home » বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া : ‘আকাশ বিজয়-২০২৫’

বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া : ‘আকাশ বিজয়-২০২৫’

Author: আইএসপিআর

ঢাকা, ৩০ এপ্রিলঃ বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৫’ বিগত বছরের ন্যায় এ বছরও গত ২৩ এপ্রিল ২০২৫ তারিখে শুরু হয়। এই বার্ষিক মহড়ার কিছু গুরুত্বপূর্ণ অংশের সমন্বয়ে একটি চূড়ান্ত সমন্বিত মহড়া (LIVEX) আজ বুধবার (৩০-০৪-২০২৫) বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার, কুর্মিটোলা, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে মহড়াটি অবলোকন করেন। মহড়া শেষে তিনি বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি মাননীয় প্রধান উপদেষ্টাকে তাঁর উপস্থিতির মাধ্যমে বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধি ও অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিমান বাহিনীর পক্ষ হতে একটি ক্রেস্ট হস্তান্তর করেন। উক্ত অনুষ্ঠানে সরকারের বিভিন্ন উপদেষ্টা মন্ডলী, সেনা ও নৌবাহিনী প্রধানগণ, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাগণ, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং দেশের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‘আকাশ বিজয়-২০২৫’ মহড়াটি বাংলাদেশ বিমান বাহিনীর সামরিক প্রস্তুতি, কৌশলগত দক্ষতা ও আন্তঃবাহিনী সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ । বিমান বাহিনী সদর দপ্তরের নির্দেশনাক্রমে বিমান বাহিনীর সকল ঘাঁটি ও ইউনিটের বিভিন্ন ধরনের যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, আনম্যান্ড এরিয়াল ভেহিকেল, র‌্যাডার এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ সংশ্লিষ্ট সকল ইউনিট সর্বাত্মকভাবে এই মহড়ায় অংশগ্রহণ করে।

মহড়ার কার্যক্রমকে সময়োপযোগী এবং আরও ফলপ্রসূ করার লক্ষ্যে বিমান বাহিনীর সম্পদসমূহকে দুই ভাগে বিভক্ত করে মহড়ার অনুশীলন পরিচালনা করা হয়। এর মাধ্যমে বিমান বাহিনী তার কর্মদক্ষতা, যুদ্ধপ্রস্তুতি, অপারেশনাল সক্ষমতা এবং বিদ্যমান প্রতিবন্ধকতাসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে চিহ্নিত ও বিশ্লেষণ করতে সক্ষম হবে।

এছাড়াও, বাংলাদেশ বিমান বাহিনীর পাশাপাশি এই মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর নির্বাচিত প্রতিনিধিগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করেছেন, যা আন্তঃবাহিনী সমন্বয়ের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে পরিগণিত হবে।

জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ বিমান বাহিনী সদা প্রস্তুত, দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ ও নিবেদিত । ‘আকাশ বিজয়-২০২৫’ মহড়ার মাধ্যমে এই বার্তাটাই প্রতিফলিত হয়।

সম্পর্কিত পোস্ট