জলসিঁড়ি আবাসন প্রজেক্টে সেনা কল্যাণ রেডিমিক্স কংক্রিট’ এর অত্যাধুনিক দ্বিতীয় ইউনিট এর শুভ উদ্বোধন

জলসিঁড়ি আবাসন প্রজেক্টে সেনা কল্যাণ রেডিমিক্স কংক্রিট’ এর অত্যাধুনিক দ্বিতীয় ইউনিট এর শুভ উদ্বোধন

Author: আইএসপিআর

ঢাকা, ০১ জানুয়ারি ২০২৫:- সেনা কল্যাণ সংস্থার প্রকল্প সেনা কল্যাণ রেডিমিক্স কংক্রিট’ এর দ্বিতীয় ইউনিট মঙ্গলবার (৩১-১২-২০২৪) জলসিঁড়ি আবাসন প্রজেক্টে উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে দ্বিতীয় ইউনিট এর উদ্বোধন করেন মেজর জেনারেল মোঃ হাবিব উল্লাহ এসজিপি, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, চেয়ারম্যান, সেনা কল্যাণ সংস্থা।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে সেনা কল্যাণ সংস্থার উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ডেভলপার প্রতিষ্ঠানের কর্ণধার ও প্রতিনিধি, বাড়ি নির্মাতা এবং নির্মাণ প্রকৌশলীরা অংশগ্রহণ করেন।

আধুনিক স্থাপনা ও আবাসন নির্মাণ শিল্পে সেনা কল্যাণ রেডিমিক্স কংক্রিট একটি পরিচিত ও বিশ্বস্ত নাম। প্রায় এক যুগ ধরে সেরা কল্যাণ রেডিমিক্স দেশের উন্নয়ন অগ্রযাত্রায় অবদান রেখে আসছে। উন্নত গুণগতমান ও আন্তরিক গ্রাহক সেবার কারণে ক্রেতা মহলে সেনা কল্যাণ রেডিমিক্স কংক্রিট ইতিমধ্যে একটি গভীর আস্থার জায়গা তৈরি করেছে। আবাসিক ভবন ও বৃহৎ স্থাপনা নির্মাণে রেডিমিক্স এর চাহিদা পূরণে সেনা কল্যাণ রেডিমিক্স কংক্রিট এর দ্বিতীয় ইউনিটের যাত্রা শুরুর মাধ্যমে আরো একধাপ এগিয়ে গেল।

সম্পর্কিত পোস্ট