৪র্থ গলফ হাউজ কর্পোরেট কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫ সমাপ্তি

৪র্থ গলফ হাউজ কর্পোরেট কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫ সমাপ্তি

Author: আইএসপিআর

ঢাকা, ২৮নভেম্বর : তিন দিনব্যাপী ‘৪র্থ গলফ হাউজ কর্পোরেট কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫’ কুর্মিটোলা গলফ কোর্সে উৎসব মুখর পরিবেশে সমাপ্ত হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে আজ শুক্রবার (২৮-১১-২০২৫) কুর্মিটোলা গলফ ক্লাবে টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য, টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিজয়ী খেলোয়াড়রা হলেন:- উইনার-জনাব খান ফারহান আহমেদ; রানার-আপ- ব্রিগেডিয়ার জেনারেল মো: শাহিনুর ফরহাদ; লেডিস উইনার- মিসেস হাইজং উম।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী সম্মানিত সদস্যগণ ছাড়াও কমান্ড্যান্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজ ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, টুর্নামেন্টের স্পন্সর ‘দি গলফ হাউজ’ এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক জনাব এ এম এম নজরুল হোসেন, কুর্মিটোলা গলফ ক্লাব এবং ‘দি গলফ হাউজ’ এর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, টুর্নামেন্টের কো-স্পন্সরগন এবং তাদের পরিবারবর্গ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সম্পর্কিত পোস্ট