বাংলাদেশ বিমান বাহিনী এবং Leonardo S.p.A Italy এর মধ্যে লেটার অব ইনটেন্ট (LOI) স্বাক্ষরিত

বাংলাদেশ বিমান বাহিনী এবং Leonardo S.p.A Italy এর মধ্যে লেটার অব ইনটেন্ট (LOI) স্বাক্ষরিত

Author: আইএসপিআর

ঢাকা, ০৯ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার), বিমান বাহিনী সদর দপ্তরে সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির মান্যবর রাষ্ট্রদূত H.E. Antonio Alessandro এর উপস্থিতিতে বাংলাদেশ বিমান বাহিনী এবং Leonardo S.p.A Italy এর মধ্যে  লেটার অব ইনটেন্ট স্বাক্ষরিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রিন্সিপাল স্টাফ অফিসার, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ এবং ইতালির সংশ্লিষ্ট প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, বাংলাদেশ বিমান বাহিনীর সম্মুখ সারিতে যু্দ্ধে অংশগ্রহণকারী অত্যাধুনিক Multi-Role Combat Aircraft এর অংশ হিসেবে এই লেটার অব ইনটেন্ট-এর আওতায় Leonardo S.p.A বাংলাদেশ বিমান বাহিনীকে Eurofighter Typhoon যুদ্ধবিমান সরবরাহ করবে।

সম্পর্কিত পোস্ট