ঢাকা ০৮ মে ২০১৭ঃ ৪র্থ ইসলামিক সলিডারিটি গেমসে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় সাঁতার দলের ৬ সদস্যের একটি দল আজারবাইজানে যাচ্ছে। এ উপলক্ষে আজ সোমবার (০৮-০৫-২০১৭) নৌসদর দপ্তরে উক্ত প্রতিনিধি দলটি সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ এর সাথে সৌজন্য সাক্ষাত করে।
আজারবাইজানের বাকু শহরে আগামী ১২-২২ মে ২০১৭ পর্যন্ত তারিখে অনুষ্ঠিতব্য গেমসে বাংলাদেশ জাতীয় সাঁতার দলের সাঁতারু মাহফুজা খাতুন শিলা, নাজমা খাতুন, রোমানা আক্তার, নাইমা আক্তার, জুয়েল আহমেদ ও মোঃ আরিফুল ইসলাম অংশগ্রহণ করবেন। এই সফরে বাংলাদেশ দলের সাথে রয়েছেন দক্ষিণ কোরিয়ান কোচ তেগুন পার্ক এবং ম্যানেজার হিসেবে আছেন সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ।
উল্লেখ্য, ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফাউন্ডেশন এর সদস্য হিসেবে বাংলাদেশসহ ৫৬ টি দেশের ক্রীড়াবিদরা উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।