ঢাকা, ০৪ জুন ঃ- জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচী-২০১৭ এর সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ বিমান বাহিনী অন্যান্য বছরের ন্যায় এ বছরও বৃক্ষ রোপণের ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে। আর এ উপলক্ষে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার, বিবিপি, এনডিসি, এসিএসসি রবিবার (০৪-০৬-২০১৭) বিমান সদর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করে ‘‘বাংলাদেশ বিমান বাহিনী বৃক্ষরোপণ অভিযান-২০১৭” এর শুভ উদ্বোধন করেন।
এ সময় বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ বিভিন্ন গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিমান সদরের পরিচালকগণ এবং উর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন। বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিট সমূহেও একই ধরনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচীর আওতায় বিমান বাহিনী বিভিন্ন ধরনের ফলজ, ভেষজ, কাঠ ও ছায়া প্রদানকারী বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করবে।