চট্রগ্রাম, ২৬ অক্টোবর:- বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ফুটবল প্রতিযোগিতা আজ বৃহস্পতিবার (২৬-১০-২০১৭) চট্রগ্রামে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে সমাপ্ত হয়।
প্রতিযোগিতায় বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু দল চ্যাম্পিয়ন এবং বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দল রানার আপ হবার গৌরব অর্জন করে। বিজয়ী দল বিএএফ ঘাটি জহুরুল হক দলকে চূড়ান্ত খেলায় ৪-১ গোলে পরাজিত করে। বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর দলের সার্জেন্ট রউফ প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় বিবেচিত হন।
সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল এম আবুল বাশার, ওএসপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে চূড়ান্ত খেলা প্রত্যক্ষ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এর আগে গত ২২ অক্টোবর ২০১৭ তারিখে স্বাগতিক ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার কমডোর কাজী শফিকুল হাসান, বিএসপি, এব্লিউসি, পিএসসি উক্ত প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে ঘাঁটি এয়ার অধিনায়ক, উর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং ঘাঁটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটির ০৬ টি দল অংশগ্রহণ করে।