পাহাড়কাঞ্চনপুর (টাঙ্গাইল) ০২ এপ্রিল ঃ- বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং প্রতিযোগিতা সোমবার (০২-০৪-২০১৮) টাঙ্গাইলে অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুরে সমাপ্ত হয়েছে। বিমান বাহিনী ঘাঁটি বাশার দল সর্বমোট ৮১০ পয়েন্টের মধ্যে ৭৪১ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুর দল ৭৩৯ পয়েন্ট পেয়ে রানার আপ হয়েছে।
বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুর দলের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আলী নেওয়াজ রাইফেল ফায়ারিং এ ১৪৬ এবং পিস্তল ফায়ারিং এ ১১০ পয়েন্ট পেয়ে সার্বিকভাবে সেরা শুটার বিবেচিত হয়েছেন। উল্লেখ্য যে, বিমান বাহিনীর ০৭টি দল উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক, ওএসপি, জিইউপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে সমাপনী দিনের ইভেন্ট প্রত্যক্ষ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে গত ০১ এপ্রিল ২০১৮ তারিখে বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুর এয়ার অধিনায়ক এয়ার কমডোর এইচ এন এম এহতেশাম মাহমুদ, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিমান সদর ও ঘাঁটির উর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।