১৭৮
ঢাকা, ১১ জুলাই ২০১৮: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর,জলবায়ু মহাশাখার প্রদত্ত তথ্য অনুয়াযী আগামী ১৩-০৭-২০১৮ খ্রিঃ (২৯-০৩-১৪২৫ বঙ্গাব্দ) শুক্রবার সূর্যের আংশিক গ্রহণ ঘটবে। গ্রহণটি বাংলাদেশে দেখা যাবে না। গ্রহণটির কেন্দ্রীয় গতিপথ দক্ষিণ মহাসাগরে। ঐদিন গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ০.৩৩৫। দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়া হতে উত্তর অ্যান্টার্কটিকা পর্যন্ত গ্রহণটি দৃশ্যমান হবে।