ঢাকা, ১৬ জুলাইঃ- যুক্তরাজ্যে সফররত বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি এর উপস্থিতিতে গত ১২-০৭-২০১৮ তারিখে জি২জি চুক্তির আওতায় যুক্তরাজ্য হতে ক্রয়কৃত সি-১৩০জে এমকে৫ মিলিটারী পরিবহন বিমানের মালিকানা বাংলাদেশ বিমান বাহিনীকে হস্তান্তর করা হয়।
যুক্তরাজ্যে অনুষ্ঠিত এই মালিকানা হস্তান্তর অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনীর পক্ষে বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমডোর মোঃ হাবিব আহসান খান, বিএসপি, এনডিইউ, পিএসসি এবং যুক্তরাজ্যের Secretary of State for Defence of the United Kingdom of Great Britain and Northern Ireland এর পক্ষে Defence Equipment Sales Authority (DESA) এর Air Equipment Sales Head Mr Williamson হস্তান্তর দলিলে স্বাক্ষর করেন। ক্রয়কৃত বিমানগুলো চুক্তি মোতাবেক ২০১৯ সালের মে মাসে যুক্তরাজ্য হতে বাংলাদেশে আনা হবে।
উল্লেখ্য যে, ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে যুক্তরাজ্যের তৈরী সি-১৩০জে এমকে ৫ মিলিটারী পরিবহন বিমানগুলি বিমান বাহিনীতে সংযোজিত হবে। বিমান বাহিনীতে সি-১৩০জে এমকে৫ পরিবহন বিমান সংযোজিত হলে দেশের ভাবমূর্তিসহ বিমান পরিবহন সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাবে।
উল্লেখ্য যে, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি Air Chief Marshal Sir Stephen Hillier KCB CBE DFC ADC MA, Chief of the Air Staff, Royal Air Force এর আমন্ত্রণে রাজকীয় বিমান বাহিনীর শততম বার্ষিকী উদযাপন অনুষ্ঠান এবং যুক্তরাজ্যে অনুষ্ঠিত “Royal International Air TattooÓ I “Air Power Conference” এ অংশগ্রহণের জন্য ০৭ দিনের এক সরকারী সফরে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন।