২১০
ঢাকা, ০৬ আগস্ট:- সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ (General Aziz Ahmed) আজ সোমবার (০৬-৮-২০১৮) জাতীয় বৃক্ষরোপন কর্মসূচী-২০১৮ এর অংশ হিসেবে ঢাকা সেনানিবাসে নির্ঝর আবাসিক এলাকায় ‘রাধাচূড়া’ নামক একটি গাছের চারা রোপনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপন কর্মসূচী-২০১৮ উদ্বোধন করেন।
এ বছর ঢাকা ও মিরপুর সেনানিবাসে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্যবর্ধক বিভিন্ন প্রকার দশ হাজার গাছের চারা রোপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আজ নির্ঝর আবাসিক এলাকার সর্বমোট ১০০টি গাছ লাগানো হয়েছে।
বরাবরের মত এবারও বাংলাদেশ সেনাবাহিনী বৃক্ষরোপন ও বনায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সকলকে স্বতঃপ্রণোদিত হয়ে উদ্যোগ নিতে উৎসাহিত করাই বৃক্ষরোপন কর্মসূচী-২০১৮ এর উদ্দেশ্য।