১.০K
ঢাক , ১৫ মেঃ- চট্টগ্রামের কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ বিমান বাহিনীর YAK-130, F-7BG/FT-7BG ও F-7MB/FT-7B যুদ্ধবিমানের আকাশ থেকে আকাশে গোলাবর্ষণ মহড়া সোমবার (১৬-০৫-২০১৬) হতে শুরু হচ্ছে। মহড়াটি আগামী ২৩ মে ২০১৬ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ০৮ টা থেকে বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। ০৮ দিনব্যাপী এ মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর উক্ত যুদ্ধবিমানসমূহ আকাশ হতে আকাশে গোলাবর্ষণের পাশাপাশি আকাশযুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশল অনুশীলন করবে। বাংলাদেশ বিমান বাহিনীর উল্লিখিত যুদ্ধবিমানের বৈমানিকগণ ও বিভিন্ন পদবীর বিমান বাহিনীর সদস্যগণ মহড়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে।