২৩৭
ঢাকা, ১০ জুলাই :- বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার, বিবিপি, এনডিসি, এসিএসসি যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য Royal International Air Tattoo (RIAT) -২০১৬ এবং Farnborough International Air Show (FIAS) এ অংশগ্রহণের নিমিত্তে এক সরকারী সফরে গত বৃহস্পতিবার (০৭-০৭-২০১৬) যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
সফরকালে বিমান বাহিনী প্রধান যুক্তরাজ্যে অনুষ্ঠিত Royal International Air Tattoo (RIAT)- ২০১৬ এবং Farnborough International Air Show (FIAS) এ অংশগ্রহণ করবেন। বিমান বাহিনী প্রধানের সফর দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।