ঢাকা, ২৪ জানুয়ারি ২০১৯ ঃ তথ্যমন্ত্রী ডঃ হাসান মাহমুদ, এমপি আজ বৃহস্পতিবার (২৪-০১-২০১৯) মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) এডুকেশন ৪.০এর উদ্বোধন করেন।
তথ্যমন্ত্রী ডঃ হাসান মাহমুদ, এমপি তার সমাপনী ভাষণে এডুকেশন ৪.০ বাস্তবায়নের জন্য এনডিসিকে সকল ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। তিনি সর্বপ্রথম ন্যাশনাল ডিফেন্স কলেজে এডুকেশন ৪.০ প্রবর্তনের মাধ্যমে ভবিষ্যত শিক্ষা প্রদ্ধতির অগ্রপথিকের ভূমিকা গ্রহনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। কলেজ সচিব ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল ইসলাম আখন্দ এনডিসিতে এডুকেশন ৪.০ প্রবর্তনের বিষয়ে সকলকে সম্যক অবহিত করেন।বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এর ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল মোঃ এমদাদ-উল-বারী এডুকেশন ৪.০ এর ধারা এবং সম্ভাব্যতা শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার “ডিজিটাল বাংলাদেশ’ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে ন্যাশনাল ডিফেন্স কলেজ ভবিষ্যত শিক্ষা পদ্ধতি এডুকেশন ৪.০ প্রচলন করেছে।
ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০১৯ এর কোর্স মেম্বারগণ এবং উল্লেখ্যযোগ্য সংখ্যক দেশি-বিদেশী উচ্চপদসহ সামরিক-বেসামরিক কর্মকর্তাগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।