ঢাকা, ২৫ জানুয়ারিঃ- বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি সস্ত্রীক এবং তিনজন সফরসঙ্গীসহ Ministry of Defence and Air Force Commander, Egypt এর আমন্ত্রণে শনিবার (২৫-০১-২০২০) ০৪ দিনের এক সরকারী সফরে মিশরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান Egyptian Air Force কমান্ডার Lieutenant General Mohammed Abbas Helmy Hashem এর সাথে সৌজন্য সাক্ষাত করবেন এবং পারস্পারিক দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করবেন। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান মিশর অবস্থানকালে ঐ দেশের বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটিসহ সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এছাড়াও, তিনি বিমানের ওয়ার্কসপ সহ Egyptian Air Academy-এর Science Wing, Flight Simulator, Radar, Air Traffic Control এবংLaboratories এর বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ করবেন।
বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী ও Egyptian Air Force এর মধ্যে বিদ্যমান সৌহাদ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় ও পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত হবে বলে আশা করা যায়।