ঢাকা, ১ ফেব্রুয়ারি ২০১৮ ঃঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বিষখালি নদীতে সিমেন্টবাহী একটি ট্রলার ডুবির ঘটনায় দুই জনের মৃতদেহ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। আজ বৃহস্পতিবার (০১-০২-২০১৮) দুপুরে উদ্ধারকাজে নিয়োজিত নৌবাহিনীর ডুবুরি দল ট্রলারটির অবস্থান সনাক্ত করে এবং তাদের মৃতদেহ উদ্ধার করে। তারা হলেন ঝালকাঠি জেলার রাজাপুর থানার চল্লিশ কাইন্নে গ্রামের মোঃ পান্নু মিয়া এবং ভোলা জেলার লালমোহন থানার পূর্ব আশুলি গ্রামের মোঃ হাসান।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি, মঙ্গলবার ভোরে ঝালকাঠির বিষখালী নদীতে বরিশালগামী একটি যাত্রীবাহী লঞ্চের সাথে ‘সাইমন ঈমন’ নামের সিমেন্টবাহী একটি ট্রলারের সংঘর্ষ হয়। এতে সিমেন্টবাহী ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে মোট তিন জন ক্রু ছিলো। এদের মধ্যে স্থানীয়দের সহযোগিতায় একজন জীবিত উদ্ধার হলেও অপর দুই জন নিখোঁজ ছিল। দুর্ঘটনার পর পরই খুলনাস্থ নৌঘাটি বানৌজা তিতুমীর হতে ১১ সদস্যের নৌবাহিনীর একটি উদ্ধারকারী ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। নদীতে প্রচন্ড স্রোত থাকা সত্বেও টানা তিন দিন নৌবাহিনীর ডুবুরী দল উদ্ধার কাজ পরিচালনা করে ট্রলারটির অবস্থান সনাক্ত করে। পরে নৌবাহিনীর ডুবুরী দল আজ বৃহস্পতিবার দুপুরে মৃতদেহ দু’টি উদ্ধার করে স্থানীয় কাঁঠালিয়া থানায় হস্তান্তর করে।