ঢাকা, ০৬ মার্চ ঃ-কাতার রেড ক্রিসেন্ট চ্যারিটি টিম ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথ উদ্যোগে গত ২১ থেকে ২৫ ফেব্রুয়ারি ২০১৮ পর্যন্ত সি এম এইচ ঢাকায় বিনামূল্যে দরিদ্র রোগীদের বিভিন্ন প্রকার জটিল জন্মগত হৃদরোগের চিকিৎসা কর্যক্রম পরিচালনা করে।
এই কার্যক্রমে ০৯ জন সামরিক ও ৫৫ জন দরিদ্র বেসামরিক রোগীকে বিনা অপারেশনে ক্যাথেটারের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়। এই সমস্ত চিকিৎসার মধ্যে এএসডি, ভিএসডি,পিডিএ ডিভাইজ প্রতিস্থাপনসহ কয়েল অক্লুশন, এভি ফিস্টুলা বন্ধ করন, পেস মেকার পতিস্থাপন ছিল উল্লেখযোগ্য।
উক্ত চ্যারিটির মাধ্যমে আমাদের দেশের দরিদ্র সুবিধা বঞ্চিত জন্মগত হৃদরোগী যেমন উপকৃত হয়েছে তেমনি ভাবে কাতারের সাথে সুদৃঢ় হয়েছে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন। উক্ত কার্যক্রম পরিচালনায় কাতার রেড ক্রিসেন্ট টিমের নেতৃত্ব দেন অধ্যাপক ডাঃ মোহাম্মদ তৌহিদ নোমান এবং সি এম এইচ ঢাকার পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল নুরুন্নাহার ফাতেমা বেগম।
কার্যক্রমে সার্বিক তত্ত¦াবধানে ও প্রশাসনিক সহযোগিতায় ছিলেন ডিজিএমএস মেজর জেনারেল এস এম মোতাহার হোসেন ও কমান্ড্যান্ট সি এম এইচ ঢাকা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহাবুবুর রহমান।