ঢাকার মিরপুর সেনানিবাসস্থ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এ ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC) কর্তৃক আয়োজিত “Good Governance, Office Management
& Financial Management“ শীর্ষক সেমিনার আজ সোমবার (২৮-০৫-২০১৮) বিইউপির ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ এমদাদ উল-বারী, এনডিসি, পিএসসি, টিই (Major General Md Emdad-Ul-Bari, ndc, psc, te) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড: এম আবুল কাশেম মজুমদার,পিএইচডি (Professor M Abul Kashem Mozumder, PhD.)। আই কিউ এসি এর অতিরিক্ত পরিচালক ইন্সট্রাক্টর কমান্ডার মোঃ জাহাঙ্গীর আলম খান, পিএসসি, বিএন (Instructor Commander Md. Jahangir Alam Khan, psc, BN) এর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রবন্ধবক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর সাবিহা হক, পিএইচডি (Professor SabihaHuq, PhD)। সেমিনারে বক্তারা প্রতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে সততা, জবাবদিহিতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার উপর গুরুত্বারোপ করেন।
এছাড়া, অফিস অব দ্য ইভ্যালুয়েশন, ফ্যাকাল্টি অ্যান্ড কারিকুলাম ডেভেলপমেন্ট (ওইএফসিডি) এর ডিন এবং আই কিউ এসি এর ডিরেক্টর কমডোর সৈয়দ মিসবাহ উদ্দিন আহমেদ, (সি), এনইউপি, এনডিসি, এ এফ ডব্লিউ সি, পিএসসি, বিএন (Commodore Syed Misbahuddin Ahmed, (C), NUP, ndc, afwc, psc, BN) অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
সেমিনারে বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক-শিক্ষিকাগণ ও বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী অংশগ্রহন করেন।