ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৫: লজিস্টিকস্ এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে আর্মি এসটি ব্যাটালিয়ন, ঢাকা সেনানিবাস এর ব্যবস্থাপনায় আজ মঙ্গলবার (১৮-২-২০২৫) INTERNATIONAL DAY OF MILITARY SPORTS-2025′ অনুষ্ঠিত হয়। উক্ত দিবসের তাৎপর্য তুলে ধরতে বিগত বছরগুলোর ন্যায় এবছরও একটি র্যালী অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক পরিসরে খেলাধুলায় সশস্ত্র বাহিনীর অংশগ্রহণকে বেগবান করার লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় এই র্যালী অনুষ্ঠিত হয়।
এসময় মেজর জেনারেল মোঃ মোস্তাগাউছুর রহমান খান, বিএসপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, জিওসি ও এরিয়া কমান্ডার, লজিস্টিকস্ এরিয়া প্রধান অতিথি হিসেবে উক্ত র্যালীতে অংশগ্রহণ করেন। ‘INTERNATIONAL DAY OF MILITARY SPORTS-2025’ অনুষ্ঠানের র্যালী কার্যক্রমে সেনা, নৌ ও বিমান বাহিনীর জ্যেষ্ঠ অফিসারগণ, জেসিও এবং বিভিন্ন পদবীরসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।