SEMINAR ON ENGINEERING MATHEMATICS TO FACE IR 4.0 AND INTRA-MIST MATH OLYMPIAD 2022
ঢাকা, ০৮ নভেম্বর ২০২২ : সাইন্স এন্ড হিউম্যানিটিজ বিভাগের তত্ত্বাবধানে আজ মঙ্গলবার (০৮ নভেম্বর ২০২২ ) “Seminar on Engineering Mathematics to Face IR 4.0 and Intra-MIST Math Olympiad 2022” শীর্ষক সেমিনার এমআইএসটিতে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসাবে কম্যান্ড্যান্ট এমআইএসটি মেজর জেনারেল মোঃ ওয়াহিদ-উজ-জামান, বিএসপি, এনডিসি, এওডব্লিউসি, পিএসসি, টিই উপস্থিত ছিলেন। এছাড়াও Keynote speaker হিসাবে জনাব ড. মুহম্মদ জাফর ইকবাল প্রাক্তন অধ্যাপক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট, জনাব ড. মোহাম্মদ কায়কোবাদ, প্রাক্তন অধ্যাপক, বুয়েট এবং জনাব ড. মনিরুল আলম সরকার, প্রফেসর গণিত বিভাগ, বুয়েট, সদস্য সচিব জাতীয় গণিত অলিম্পিয়াড কমিটি বাংলাদেশ, উপস্থিত ছিলেন।
গনিত বিশুদ্ধ বিজ্ঞানের অন্যতম প্রধান শাখা যা মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশ্লেষণধর্মী জ্ঞান এবং দক্ষতা প্রচারে মূল ভূমিকা পালন করছে। টেকসই উন্নয়ন উদ্ভাবনের জন্য এবং বিভিন্ন গবেষণা কাজের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে গনিত চর্চা অপরিহার্য ভূমিকা পালন করে। গণিত চর্চা সম্ভাবনাময় প্রকৌশলীদের জন্য বিভিন্ন ঘটনার পারস্পরিক সম্পর্ক এবং বিজ্ঞান ও প্রযুক্তির সর্বশেষ বিকাশ বোঝার অন্যতম প্রধান বাহন হিসাবে বিবেচনা করা হয়।
শিক্ষার্থীদের মধ্যে প্রকৌশল বিষয়ক বিভিন্ন জটিল সমস্যার সমাধানে গণিতের প্রয়োগ ও গণিতের প্রতি আগ্রহ জাগিয়ে তোলাই সেমিনারের মূল উদ্দেশ্য। এমআইএসটির গণিত অলিম্পিয়াড ক্লাব প্রযুক্তিমনা তরুন ছাত্র-ছাত্রীদের জন্য একটি চমৎকার প্লাটফরম তৈরির উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে।
এ ছাড়াও উক্ত সেমিনারে এমআইএসটির সকল বিভাগীয় প্রধান, ডীনগণ, অধ্যাপকবৃন্দ, উচ্চ পদস্থ সামরিক ও
অসামরিক কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ এবং ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।