Home » SheSTEM আয়োজিত “Engibiz 2025”

SheSTEM আয়োজিত “Engibiz 2025”

Author: আইএসপিআর

ঢাকা, ০১ মার্চ ২০২৫: She STEM আয়োজিত “এঞ্জিবিজ ২০২৫ (ঊহমরনরু ২০২৫)” এর গ্র্যান্ড ফাইনাল, ০১ মার্চ ২০২৫, শনিবারে এমআইএসটি ক্যারিয়্যার ক্লাব (MCC) কর্তৃক ডিরেক্টরেট অফ She STEM স্টুডেন্ট ওয়েলফেয়ার (DSW), এমআইএসটি এর তত্ত্বাবধানে মাল্টিপারপাস হল, টাওয়ার-১, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST)-এ অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতাটি এমআইএসটি-র প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং বিজনেস কেস প্রতিযোগিতা, যেখানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সেরা মেধাবীরা উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপনার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

গ্র্যান্ড ফাইনালে সভাপতিত্ব করেন অনুষ্ঠান প্রধান, কর্নেল সরকার মোঃ ইকবাল হোসেন, পিএসসি, ডিরেক্টর অব স্টুডেন্ট ওয়েলফেয়ার, এমআইএসটি এবং অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল মোঃ নাসিম পারভেজ, বিসিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ড্যান্ট, এমআইএসটি । এই প্রতিযোগিতাটি প্রাতিষ্ঠানিক শিক্ষা ও শিল্পের সংযোগকে আরও দৃঢ় করার পাশাপাশি বাস্তব সমস্যার সমাধানে ইঞ্জিনিয়ারিং-ভিত্তিক ব্যবসায়িক সমাধানের সম্ভাবনাকে তুলে ধরেছে।

প্রতিযোগিতাটি ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়, যেখানে ০৩ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত ২০টি বিশ্ববিদ্যালয় থেকে ৯৩টি দল নিবন্ধন সম্পন্ন করে। প্রতিযোগিতার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ০৪ ফেব্রুয়ারি ২০২৫, যেখানে বিভিন্ন ধাপে প্রতিযোগীদের উদ্ভাবনী চিন্তাশক্তি, সমস্যা সমাধানের দক্ষতা, এবং ব্যবসায়িক কৌশল পরীক্ষা করা হয়।

৮৪টি দল তাদের সমাধানের সারসংক্ষেপ জমা দেয়, যেখানে প্রতিযোগীদের Sheba.xyz-এর জন্য একটি AI-চালিত ব্যক্তিগত সহায়ক সেবা ডিজাইন করতে বলা হয়। ১২ জন শিল্প বিশেষজ্ঞ এই ধারণাগুলো সমস্যার বিশ্লেষণ, উদ্ভাবন, সৃজনশীলতা, বাস্তবায়নযোগ্যতা এবং উপস্থাপনার মান অনুযায়ী মূল্যায়ন করেন। কঠোর মূল্যায়নের পর ৩৪টি দল সেমিফাইনালে উন্নীত হয়।

৩৪টি দলের মধ্যে ২৯টি দল AI-চালিত ব্যক্তিগত সহায়ক সেবার জন্য অনলাইন ভিডিও কমার্শিয়াল (OVC) জমা দেয়। ৯ জন শিল্প বিশেষজ্ঞ এই ভিডিওগুলোর সৃজনশীলতা, উদ্ভাবন, স্পষ্টতা, বাস্তবায়নযোগ্যতা এবং সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট পর্যালোচনা করেন। দুর্দান্ত প্রতিযোগিতার পর ৮টি দল ফাইনালে জায়গা করে নেয়।

ফাইনালে ৮টি দল তাদের ব্যবসায়িক পরিকল্পনার উপস্থাপনা ও প্রোটোটাইপ প্রদর্শন করে। বর্ধনক্ষমতা, উদ্ভাবন, এবং বাজারে প্রভাব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক বিশ্লেষণ করা হয়। বিচারকদের মধ্যে ছিলেন: বিজন ইসলাম, কো-ফাউন্ডার ও সিইও, LightCastle Partners Ltdফারজানা আফরিন তিশা, Azure Data AI Security SMB Lead, Microsoft মীর রিয়াজ উদ্দিন, টেকনিক্যাল লিড, bdapps, তানজিম হাসান ফাহিম, টেকনোলজি হেড, NEXT Ventures & FundedNext। চূড়ান্ত প্রতিযোগিতায় অসাধারণ ব্যবসায়িক দক্ষতা, উদ্ভাবন এবং কৌশলগত চিন্তাভাবনার জন্য MARKET BLITZERS চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছে। এবং প্রথম রানার আপ No Surprise
এই প্রতিযোগিতাকে সফল করতে বিভিন্ন সংস্থা মূল্যবান সহযোগিতা করেছে। She-STEM ছিল টাইটেল স্পন্সর, Embassy of the Kingdom of Netherlands (EKN), 10 Minute School, Aspire to Innovate (a2i), Devlearn, LightCastle Partners এবং Policy Exchange এর মতো প্রতিষ্ঠান সংযুক্ত ছিল । Sheba.xyz ছিল স্ট্র্যাটেজিক পার্টনার, এবং bdappsপ্লাটিনাম স্পন্সর হিসেবে যুক্ত ছিল। অন্যান্য পার্টনারদের মধ্যে ছিল Hoque Consultancy (Competitive Edge Partner), The Business Standard (Official Media Partner),

এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব সমস্যার সমাধানে শিল্প বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করার দুর্লভ সুযোগ পেয়েছে। এই ঐতিহাসিক প্রতিযোগিতাটি MIST-এ প্রাতিষ্ঠানিক শিক্ষা ও শিল্পের সমন্বয়ে নতুন মানদন্ড স্থাপন করেছে, যা অংশগ্রহণকারীদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।

সম্পর্কিত পোস্ট