ঢাকা,২৯জুলাই: আদমজী ক্যান্টনমেন্ট কলেজ এর ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠান রবিবার (২৯-৭-২০১৮) ঢাকা সেনানিবাসস্থ কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চেীধুরী, এমপি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী, পিবিজিএম, এনডিসি এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন স্কুল ও কলেজের অধ্যক্ষ, শিক্ষার্থীদের অভিভাবক ও অধ্যয়নরত শিক্ষার্থীসহ উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তিবর্গ। একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বরণ উৎসবের মাহেন্দ্রক্ষণে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার মূলমন্ত্রকে ধারণ করে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ শুধু লেখাপড়ায় নয়; বরং শৃঙ্খলা আর সহশিক্ষা কার্যক্রমেও অত্র প্রতিষ্ঠান দেশ সেরা। সম্প্রতি প্রকাশিত ২০১৮ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অত্র কলেজ থেকে জিপিএ ৫.০০ প্রাপ্তির সংখ্যা ১২৯৭ জন যা সমগ্র দেশে দ্বিতীয় সর্বোচ্চ ।
এছাড়াও ২০১৮ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা মহানগরীর শ্রেষ্ঠ কলেজ হিসেবে নির্বাচিত হয়েছে।