২৪৫
ঢাকা, ০১ এপ্রিল ২০১৯ ঃ আন্তঃ বাহিনী ক্বেরাত ও আযান প্রতিযোগিতা-২০১৯ সেনা ক্রীড়া নিয়ন্ত্রন বোর্ডের তত্ত্বাবধানে এবং লজিস্টিক্স এরিয়ার সার্বিক ব্যবস্থাপনায় আজ সোমবার (০১-৪-২০১৯) ঢাকা সেনানিবাসস্থ সেনা কেন্দ্রীয় মসজিদে শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি বাশার এর অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোঃ শফিকুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনা, নৌ ও বিমান) মোট ৩টি দল অংশগ্রহণ করছে।
অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊধর্¡তন কর্মকর্তাসহ সকল পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান আগামী ০৫ এপ্রিল ২০১৯ তারিখে অনুষ্ঠিত হবে।