১৯১
ঢাকা, ১০ নভেম্বর ঃ আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা-২০১৬ আজ বৃহস্পতিবার (১০-১১-২০১৬) সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড এর তত্ত্বাবধানে ১১১ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানী, ইএমই এর বাস্কেটবল মাঠ, ২৪ পদাতিক ডিভিশন, চট্টগ্রাম সেনানিবাসে শুর” হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ নৌ বাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল এম শাহীন ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর বাস্কেটবল দল অংশগ্রহণ করছে।
অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊধর্ঞ্জতন কর্মকর্তাসহ সকল পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ প্রতিযোগিতার চূড়ান্ত খেলা ও সমাপনী অনুষ্ঠান আগামী ১৬ নভেম্বর ২০১৬ তারিখে অনুষ্ঠিত হবে।