৩৩৫
ঢাকা, ১৭ আগস্ট ২০১৭ ঃ উত্তরাঞ্চলে বন্যা কবলিত এলাকা সমূহে সেনাবাহিনী দুর্গত মানুষের মাঝে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রেখেছে। সেনাবাহিনী কর্তৃক ২০০০ জনের অধিক জনগণের মাঝে রান্না করা খাবার পরিবেশন করা হয়। পাশাপাশি সেনাবাহিনীর মেডিক্যাল টিম এখন পর্যন্ত বন্যায় আক্রান্ত ১২ শতাধিক অসুস্থ মানুষকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেছে।
বন্যা পরিস্থিতির আরো অবনতি হওয়ায় আজ গাইবান্ধায় আরো ২ প্লাটুন সেনাসদস্য মোতায়েন হয়েছে। এ নিয়ে উত্তরাঞ্চলের বন্যা কবলিত এলাকা সমূহে সেনাবাহিনীর ৩১ প্লাটুন সেনাসদস্য মোতায়েন হলো।