ঢাকা, ১৩ ডিসেম্বর ২০১৮ ঃ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ(এবহবৎধষ অুরু অযসবফ), বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি মিরপুর সেনানিবাসস্থা মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স এ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) তে আজ বৃহস্পতিবার (১৩-১২-২০১৮) প্রতিষ্ঠানের শিক্ষার্থী অফিসারগণের আবাসিক সমস্যা নিরসনে একটি অফিসার্স মেস এর ভিত্তি প্রস্তর স্থাাপন করেন। পরে সেনাবাহিনী প্রধান সঠিক ও উন্নত শিক্ষা কার্যক্রমের মাধ্যমে যোগ্য প্রকৌশলী তৈরী করে দেশ ও জাতি গঠনে এমআইএসটিকে কার্যকরী ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।
ভিত্তি প্রস্তর স্থাাপন অনুষ্ঠানে কিউএমজি লেঃ জেনারেল মোঃ সামছুল হক (গফ ঝযধসংঁষ ঐধয়ঁব), এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ আবুল খায়েরসহ সেনাবাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিাত ছিলেন। উল্লেখ্য, এমআইএসটি সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত একটি প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠান।