ঢাকা, ০৩ সেপ্টেম্বরঃ- করোনাভাইরাসে আক্রান্ত যশোর মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক ডাঃ মোঃ সাইদুজ্জামান কে বুধবার রাতে (০২-০৯-২০২০) জরুরী ভিত্তিতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার যোগে যশোর হতে ঢাকায় আনা হয়েছে।
করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক প্রশাসনকে নিয়মিতভাবে জরুরী বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন (MEDEVAC) ) সেবা প্রদান করে আসছে। উক্ত মেডিক্যাল ইভাকোয়েশন (MEDEVAC) মিশনের মাধ্যমে বিমান বাহিনী দেশের যে কোন এলাকা হতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের দ্রুততম সময়ে উন্নত চিকিৎসা প্রাপ্তিতে সহায়ক ভূমিকা পালন করছে। উল্লেখ্য যে, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এর প্রয়োজনীয় দিক নির্দেশনায় উক্ত মিশন পরিচালনা করা হয়।
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক ডাঃ মোঃ সাইদুজ্জামান করোনাভাইরাসে আক্রান্ত হলে তাকে জরুরী ভিত্তিতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার যোগে যশোর হতে ঢাকায় স্থানান্তর করা হয়। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকায় প্রেরণ করা হয়।