ঢাকা, ০২ এপ্রিল ঃ- করোনা ভাইরাস থেকে দেশের জনগণকে রক্ষা ও সচেতন করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে বিএনসিসি সুন্দরবন রেজিমেন্ট। এই রেজিমেন্টের উদ্যোগে বুধবার (০১-০৪-২০২০) খুলনার প্রায় ১০০ নিম্ম আয়ের মানুষের মধ্যে চাল, ডাল, পেয়াঁজ, তেল, লবণ ও আলু বিতরণ করা হয়।
এছাড়াও সিটি কর্পোরেশনের সাথে সমন্বয়পূর্বক শহরের ব্যস্ততম ৫টি স্থান – কোট বিল্ডিং, পোষ্ট অফিসের সামনে, নিউ মার্কেট কাঁচা বাজার, শিববাড়ী মোড়, সন্ধ্যা বাজার ও রূপসা ঘাট-এ হাত ধোয়ার জন্য বেসিন স্থাপন ও শহরের বিভিন্ন স্থানে করোনা ভাইরাস নিয়ে সতর্কতামূলক ব্যানার স্থাপন করা হয়েছে।
উল্লেখ্য বিএনসিসির সুন্দরবন রেজিমেন্ট কমান্ডার লেঃ কর্ণেল রাহাত নেওয়াজ খুলনা সিটি কর্পোরেশনের মেয়রের সাথে সাক্ষাৎ করে বিএনসিসির বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবগত করেন।
এছাড়াও সুন্দরবন রেজিমেন্টের আওয়তাধীন ২১টি জেলার বিএনসিসির প্লাটুন পর্যায়েও বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।