ঢাকা, ১৬ জানুয়ারি ২০২১ ঃ ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির ০১/২০২১নং সভা আজ শনিবার (১৬-০১-২০২১) তারিখে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিওএ’র সভাপতি জেনারেল আজিজ আহমেদ, এসবিপি(বার), বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি। সভায় বিস্তারিত আলোচনায় সর্বসম্মতিক্রমে নিন্মোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয় ঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী কে স্মরণীয় করে রাখার লক্ষ্যে আগামী ১-১০ এপ্রিল ২০২১ইং তারিখ পর্যন্ত ‘বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস’ ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরে আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উক্ত গেমসে খেলোয়াড়, টীম অফিসিয়াল ও খেলা পরিচালনার জন্য টেকনিক্যাল অফিসিয়ালসহ আনুমানিক ৮,৫০০ জন অংশগ্রহণ করবেন।
আগামী ১০-১৯ সেপ্টেম্বর ২০২১ইং তারিখ পর্যন্ত তুরস্কের কেনিয়া শহরে অনুষ্ঠিতব্য ৫ম ইসলামিক সলিডারিটি গেমস- এ এ্যাথলেটিকস্, আরচ্যারী, বাস্কেটবল ৩ x ৩, ফেন্সিং, ফুটবল, জিমন্যাস্টিক্স, হ্যান্ডবল, কারাতে, সুইমিং, তায়কোয়ানডো, ভারোত্তোলন, ভলিবল ও কুস্তি ডিসিপ্লিনে বাংলাদেশ দলের অংশগ্রহনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও, আগামী ১০-২২ সেপ্টেম্বর ২০২২ইং তারিখ পর্যন্ত চায়নার হ্যাংজু শহরে অনুষ্ঠিতব্য ১৯তম এশিয়ান গেমসে সুইমিং, আরচ্যারী, এ্যাথলেটিকস্, বাস্কেটবল ৩ x ৩, ক্রিকেট, ফেন্সিং, ফুটবল, গলফ, জিমন্যাস্টিক্স, হকি, কাবাডি, কারাতে, ব্রীজ, রোলার স্কেটিং, শ্যূটিং, তায়কোয়ানডো ও ভারোত্তোলন ডিসিপ্লিনে বাংলাদেশ দলের অংশগ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।