Home » ক্যাডেট কলেজসমূহের ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন

ক্যাডেট কলেজসমূহের ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন

Author: আইএসপিআর

ঢাকা, ০৬ মে ২০১৯:- দেশে বিদ্যমান ১২ টি ক্যাডেট কলেজ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, যা সেনাবাহিনীর প্রত্যক্ষ নিয়ন্ত্রনে পরিচালিত হয়। এ বছর এসএসসি পরীক্ষায় ১২ টি ক্যাডেট কলেজ হতে মোট ৬৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৩৬ জন জিপিএ-৫ (এ+) পেয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে, পাশের হার শতভাগ এবং ৯৯.৫৩% জিপিএ-৫ পেয়েছে। যার পরিসংখ্যান নিম্নে প্রদত্ত হলো ঃ

ক্র/নং কলেজের নাম পরীক্ষার্থীর সংখ্যা মোট কৃতকার্য

জিপিএ-৫

(এ+)

জিপিএ-৪

(এ)

১। ফৌজদারহাট ক্যাডেট কলেজ ৫০ ৫০ ৪৮ ০২
২। ঝিনাইদহ ক্যাডেট কলেজ ৫৫ ৫৫ ৫৫
৩। মির্জাপুর ক্যাডেট কলেজ ৫৫ ৫৫ ৫৫
৪। রাজশাহী ক্যাডেট কলেজ ৪৫ ৪৫ ৪৫
৫। সিলেট ক্যাডেট কলেজ ৫১ ৫১ ৫১
৬। রংপুর ক্যাডেট কলেজ ৫৬ ৫৬ ৫৬
৭। বরিশাল ক্যাডেট কলেজ ৫২ ৫২ ৫২
৮। পাবনা ক্যাডেট কলেজ ৫৫ ৫৫ ৫৫
৯। ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ৫৪ ৫৪ ৫৩ ০১
১০। কুমিল্লা ক্যাডেট কলেজ ৫১ ৫১ ৫১
১১। ফেনী গার্লস ক্যাডেট কলেজ ৫৬ ৫৬ ৫৬
১২। জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ ৫৯ ৫৯ ৫৯
মোট ৬৩৯ ৬৩৯ ৬৩৬ ০৩

 

 

উল্লেখ্য, ১৯৫৮ সালে প্রথম ক্যাডেট কলেজ চালু হওয়ার পর হতে আজ পর্যন্ত ক্যাডেট কলেজসমূহ বোর্ড পরীক্ষায় ধারাবাহিকভাবে অত্যন্ত সফলতার সাথে ফলাফলের শীর্ষে অবস্থান করে আসছে। অন্যান্য পরীক্ষার ন্যায় এসএসসি পরীক্ষায় সাফল্যের পেছনেও রয়েছে সু-শৃঙ্খল ক্যাডেটদের অধ্যবসায়, নিয়মিত পড়াশুনা এবং আন্তরিক প্রচেষ্টা। এছাড়াও ক্যাডেট কলেজসমূহের অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অনুষদ সদস্য, কর্মকর্তা এবং কলেজে কর্মরত সকল শ্রেণির ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় এই সাফল্যজনক ফলাফল অর্জন সম্ভব হয়েছে। তবে এ সফলতার পিছনে ক্যাডেটদের অভিভাবকদের অবদানও অপরিসীম।

 

সম্পর্কিত পোস্ট