ঢাকা, ২৬ নভেম্বর ২০১৭ ঃ সশস্ত্র বাহিনী দিবস ২০১৭ উপলক্ষে আজ রবিবার (২৬-১১-২০১৭) সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক (General Abu Belal Muhammad Shafiul Huq) সেনা বাহিনীর খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীগণকে সংবর্ধনা প্রদান করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ঢাকা সেনানিবাসস্থ মাল্টিপারপাস হলে মহান স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত সেনাবাহিনীর ০৩ জন বীরশ্রেষ্ঠ, ০৫জন বীরউত্তম, ০৭জন বীরবিক্রম ও ২২জন বীরপ্রতীক/তাঁদের নিকটাত্মীয়দের (সর্বমোট ৩৭জন) সাথে কুশলাদি বিনিময় এবং তাঁদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
অনুষ্ঠানের শুরুতেই খেতাবপ্রাপ্ত সেনাসদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাঁথার সারসংক্ষেপ তুলে ধরা হয়। অনুষ্ঠানে সেনাসদরসহ ঢাকায় কর্মরত ঊধ¡র্তন সেনাকর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সেনাপ্রধান উপস্থিত সকলের উদ্দ্যেশ্যে ভাষণ প্রদান করেন। উল্লেখ্য, সেনাসদরের পক্ষ থেকে প্রতি বছরই এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ।