২০৫
চট্টগ্রাম, ১৭ সেপ্টে¤¦র ২০২২ঃ চট্টগ্রাম বহিনোঙ্গরে সন্নিকটে বাণিজ্যিক জাহাজের সাথে সংঘর্ষে ডুবে যাওয়া বোটের চার জেলের সবাইকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। আজ শনিবার (১৭-০৯-২০২২) MV ANDROMEDA এর সাথে সংঘর্ষে লবণবাহী মায়ের দোয়া নামক একটি নৌকা ডুবে যায়। নৌবাহিনীর এন্টি স্মাগলিং টিম খবর পেয়ে ১৩১৫ ঘটিকায় ২টি হাইস্পিড বোটে উক্ত স্থানে উদ্ধার অভিযান পরিচালনা করে সকলকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত জেলেরা হলেন-মোঃ নুরুল আলম (৫০), সাদ্দাম (২০), রহিম মোল্লা (২০), নয়ন সিদ্দিক (২১)। এরা সবাই কক্সবাজার এলাকার বাসিন্দা। উদ্ধারকৃত জেলেদের জরুরি ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য ও পানি সরবরাহ করে বাংলাদেশ নৌবাহিনী। পরবর্তীতে পতেঙ্গা আরআরবিতে উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।