ঢাকা, ১১ মেঃ- বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে চীন হতে করোনাভাইরাস প্রতিরোধে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা ও এডি সিরিঞ্জ সংগ্রহের নিমিত্তে মঙ্গলবার (১১-০৫-২০২১) সকালে বিমান বাহিনীর ১৩ জন এয়ার ক্রু চীনের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন। বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার মোঃ হাবিবুর রহমান, জিডি(পি) দলনেতা হিসেবে এই গুডউইল মিশন এর দায়িত্ব পালন করছেন। মিশনটি সঠিকভাবে সুসম্পন্ন করার জন্য বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী করোনাভাইরাস প্রতিরোধকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরন করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন স্বরূপ চীন প্রদত্ত করোনাভাইরাস প্রতিরোধে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা ও এডি সিরিঞ্জ সংগ্রহের জন্য বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে এই গুডউইল মিশন পরিচালনা করা হচ্ছে। করোনাভাইরাস মোকাবেলায় গণচীন সরকারের প্রশংসনীয় উদ্যোগ এবং বৈশি^ক প্রাদুর্ভাব রোধে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে অকৃত্রিম সহায়তার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক চীন সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। উল্লেখ্য যে, টিকা নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহণ বিমানটি ১২-০৫-২০২১ তারিখে দেশে প্রত্যাবর্তন করবে বলে আশা করা যায়।