ঢাকা ১২ আগস্ট ২০১৬ঃ নৌবাহিনীর জন্য দুটি আধুনিক যুদ্ধজাহাজ (করভেট) নির্মাণ কাজের উদ্বোধন (স্টিল কাটিং) অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিসি, পিএসসি আজ শুক্রবার (১২-০৮-২০১৬) দেশে ফিরেছেন। এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌপ্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন ও নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা কমডোর সৈয়দ মকছুমুল হাকিম নৌপ্রধানকে স্বাগত জানান।
নৌবাহিনী প্রধান গত ০৯ আগস্ট চীনের উচাং শীপ ইয়ার্ডে বাংলাদেশ নৌবাহিনীর জন্য নির্মিতব্য যুদ্ধজাহাজ দুটির নির্মাণ কাজের উদ্বোধনী (স্টিল কাটিং) অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়া তিনি উচাং শীপ ইয়ার্ডের সদর দপ্তরে চায়না শীপ বিল্ডিং এন্ড অফশোর কোম্পানির উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে মত-বিনিময় করেন। পাশাপাশি নৌপ্রধান চায়না শীপ ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সেন্টার পরিদর্শন করেন। নৌবাহিনী প্রধানের এই সফরের মধ্য দিয়ে দুই দেশের নৌবাহিনীর পারস্পরিক সুসম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে প্রতীয়মান। উল্লে¬খ্য, উক্ত অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে নৌবাহিনী প্রধান গত ০৭ আগস্ট ২০১৬ তারিখ চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।